Sylhet Today 24 PRINT

তালেবানের হাত থেকে বাঁচতে ফেসবুকে আবেদন

সিলেটটুডে ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০১৫

তালেবানের সাথে যুদ্ধে ফেসবুকের শরণাপন্ন হয়েছেন আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মদ জান রাসুলইয়ার।

গত দুদিনে তালেবানের হামলায় ৯০ জন সৈন্য মারা যাওয়ার পর তিনি ফেসবুকে প্রেসিডেন্ট আশরাফ গণিকে উদ্দেশ্য করে লিখেছেন- কিছু না করলে হেলমান্দ হাতছাড়া হয়ে যাবে।

ফেসবুকে তার বার্তায় তিনি লিখেছেন, "ফেসবুকের মাধ্যমে এ ধরণের বার্তা দেওয়াটা সঠিক নয়, কিন্তু হেলমান্দ শত্রুদের হাতে চলে যেতে পারে।...।"

ঐ কর্মকর্তা আরও লিখেছেন, "সহকর্মীরা প্রেসিডেন্টকে সঠিক চিত্রটি বলছেন না," এ জন্যই তিনি সরাসরি প্রেসিডেন্টের কাছে সরাসরি তার হস্তক্ষেপের জন্য আবেদন করছেন।

ফেসবুকের স্টেটাসে রাসুলইয়ার প্রেসিডেন্ট গনিকে উদ্দেশ্যে করে লিখেছেন, "তাড়াতাড়ি কিছু করুন। জীবণ-মরণ অবস্থা থেকে হেলমান্দকে বাঁচান। যারা আপনাকে বলছে, সবকিছু স্বাভাবিক আছে, তাদের কাছ থেকে নিজেকে সরিয়ে নিন।"

আফগানিস্তানে কোনও আঞ্চলিক কর্মকর্তার কাছে থেকে ইন্টারনেটে সামাজিক মাধ্যম ব্যবহার করে এভাবে খোলাখুলি সরকার বা প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে কথা বলার কোনও নমুনা বিরল।

ফেসবুকে এই বার্তায় স্পষ্টতই অস্বস্তিতে পড়েছে আফগান সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সিদ্দিকী বিবিসিকে বলেছেন, রাসুলইয়ার হেলমান্দে যে প্রাণহানির কথা লিখেছেন, সে ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.