Sylhet Today 24 PRINT

আফগানিস্তানে আকস্মিক বন্যা, অন্তত ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক |  ২৩ আগস্ট, ২০২২

আফগানিস্তানে গত ৪৮ ঘণ্টায় আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। সোমবার দেশটির একজন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ওই কর্মকর্তা জানান, ভারী বৃষ্টিপাত হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস দিয়েছে। কৃষি জমির ক্ষয়ক্ষতি হয়েছে। এই বছর এরইমধ্যে খরা ও বড় ধরনের ভূমিকম্প প্রত্যক্ষ করেছে আফগানিস্তান। গত জুনের ভূমিকম্পে সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাক্কানি বলেছেন, ‘লোগার প্রদেশে বন্যায় ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৩৫ জন।’ তবে বেসরকারি হিসাব বলছে, মৃতের প্রকৃত সংখ্যা ঢের বেশি।

দুর্যোগ মোকাবিলায় লড়াইয়ের পাশাপাশি উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে দেশটির সরকার। সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইসলামিক দেশগুলো এবং মানবিক সংস্থাগুলোকে জরুরিভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য অনুরোধ করছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.