Sylhet Today 24 PRINT

স্পেনের সাধারণ নির্বাচন: পপুলার পার্টির জয়

আন্তর্জাতিক ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০১৫

স্পেনের সাধারণ নির্বাচনে অধিকাংশ আসন পেয়ে ক্ষমতাসীন রক্ষণশীল পপুলার পার্টি জয় লাভ করেছে। 

 দেশটির পার্লামেন্টের ৩৫০টি আসনের মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৭৬টি আসন না পাওয়ায় পপুলার পার্টিকে এখন জোট সরকার গঠন করতে হবে।

সোমবার (২১ ডিসেম্বর) দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। 

রোববার স্থানীয় সময় সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয় এবং তা রাত ৮টা পর্যন্ত চলে।

উল্লেখ্য, নির্বাচনে পপুলার পার্টি পেয়েছে ১২৩, সোস্যলিস্ট পার্টি ৯০, পোডেমস পার্টি ৬৯ এবং লিবারেল সিউডাডানস পেয়েছে ৪০টি আসন। পপুলার পার্টির প্রধান মারিয়ানো রাহয় সরকার গঠনের অপেক্ষায় রয়েছেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.