Sylhet Today 24 PRINT

পাকিস্তানের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব

সিলেটটুডে ডেস্ক |  ৩১ আগস্ট, ২০২২

পাকিস্তানের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বন্যা পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তানকে ১৬০ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দেবে জাতিসংঘ।

আগামী সপ্তাহে তিনি পাকিস্তান সফরে যাবেন বলে জানিয়েছেন জাতিসংঘ কর্মকর্তারা। ক্ষতিগ্রস্তদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ভয়াবহ বন্যায় পাকিস্তানের সিন্ধ, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান, পাঞ্জাবসহ বিভিন্ন প্রদেশে বিলীন হয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি, বিভিন্ন অবকাঠামো ও বিস্তৃত ফসলের মাঠ। ১১ শ’র বেশি মানুষ মারা গেছে। এদের মধ্যে শিশুর সংখ্যাই তিন শতাধিক বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পানিবন্দি হয়ে আছেন কয়েক লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৩ কোটি ৩৩ লাখ মানুষ।  

এদিকে সোমবার (২৯ আগস্ট) রাতে বন্যার্তদের সহায়তায় অর্থ সংগ্রহের জন্য তিন ঘণ্টাব্যাপী এক টেলিভিশন অনুষ্ঠানের আয়োজন করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দর্শকদের প্রতি আহ্বান জানান।

পাকিস্তানের বন্যাদুর্গতদের সহায়তায় দেশটিকে তিন কোটি ডলার দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার আন্তর্জাতিক উন্নয়ন ও সহায়তাবিষয়ক সংস্থা ইউএসএইড এক বিবৃতিতে এ তথ্য জানায়।

সোমবার চীন সরকার জানিয়েছে, তারা অতিরিক্ত মানবিক ত্রাণ হিসেবে আরো ৩ লাখ ডলার নগদ অর্থ ও ২৫ হাজার তাবু পাঠাচ্ছে। এর আগে পাকিস্তানকে ৪ হাজার তাবু, ৫০ হাজার কম্বল ও ৫০ হাজার ত্রিপল পাঠিয়েছে চীন। সোমবার কানাডার সরকারও পাকিস্তানের বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ৫০ লাখ ডলার মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.