Sylhet Today 24 PRINT

এবার ট্রাম্প হিলারিকে বললেন ‘মিথ্যুক’

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০১৫

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরে কথার যুদ্ধ জমে ওঠেছে। যুক্তরাষ্ট্রের এক নির্বাচনী বিতর্কে ‘আইএসের প্রচারকর্মী’ ও ‘জঙ্গি সরবরাহকারী’ বলায় হিলারি ক্লিনটনকে ‘মিথ্যুক’ বলেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

হিলারি মিথ্যা বলেছেন পাল্টা অভিযোগ তুলে প্রমাণও দাবি করেছেন ক্ষুব্ধ ট্রাম্প।

মার্কিন টেলিভিশন এনবিসি’র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেন, “হিলারির কাছে তার বক্তব্যের স্বপক্ষে কোনো প্রমাণ নেই। আপনারা সবাই জানেন সে মিথ্যুক”।

‘স্যাটারডে নাইট ডিবেট’ নামের এক বিতর্ক অনুষ্ঠানে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারির অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে মুসলিম নিষিদ্ধের কথা বলে ট্রাম্প আসলে জঙ্গিগোষ্ঠী আইএসের অপপ্রচারকেই সাহায্য করছেন। ট্রাম্পের ওই বক্তব্য পুঁজি করে আইএস তরুণ মুসলিমদের প্রভাবিত করছে এবং দলে টানছে।

এক নির্বাচনী সভায় ২ ডিসেম্বরের ক্যালিফোর্নিয়া হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে আমেরিকায় মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করবেন বলে ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।

এরপরই বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে ওই ঘোষণার পর মার্কিনীদের কাছে ট্রাম্পের জনপ্রিয়তা বেড়েছে বহুগুণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.