Sylhet Today 24 PRINT

টোরি’র পক্ষে ভোট চাওয়ায় টেলিগ্রাফকে জরিমানা

নিউজ ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০১৫

টোরি'র পক্ষে ভোট চাওয়ায় ব্রিটেনের বিখ্যাত দৈনিক দৈনিক টেলিগ্রাফকে ত্রিশ হাজার পাউন্ড জরিমানা করেছে সে দেশের আদালত। খবর সূত্র: দ্যা মিরর

গত ৭ মে ভোটের দিন ব্রিটেনের বিখ্যাত দৈনিক দৈনিক টেলিগ্রাফ ডাটা রুল ভঙ্গ করে তাদের পাঠকদের ইমেইল করে পরোক্ষভাবে কনজারভেটিভ পার্টিকে ভোট দেওয়ার আহ্বান জানায়।

এরপর এ বিষয়ে ওয়াচডগ নামের একটি প্রতিষ্ঠান তদন্তে নামে এবং তাদের তদন্তে উঠে আসে এই তথ্যের বিশদ বর্ণনা। যার সাপেক্ষে ব্রিটেনের আদালত পত্রিকাটিকে ত্রিশ হাজার পাউন্ড জরিমানা করে।

তবে আগামী ১৪ জানুয়ারির ভিতরে এই জরিমানার টাকা পরিশোধ করলে এর পরিমাণ নেমে আসবে চব্বিশ হাজার পাউন্ডে অনাদায়ে ত্রিশ হাজার পাউন্ডই পরিশোধ করতে হবে এই পত্রিকাটিকে।

উল্লেখ্য গত ৭ মে ব্রিটেনের জাতীয় নির্বাচনে দৈনিক টেলিগ্রাফের পাঠককুলের শতকরা ৬৯ভাগ ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিকে ভোট দেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.