Sylhet Today 24 PRINT

ভারতীয় রুপি পতনের নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক |  ২৮ সেপ্টেম্বর, ২০২২

ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রা রুপির মান পতনের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) রুপি মান হারিয়েছে আরও ৪০ পয়সা। এতে প্রতি এক ডলারের বিপরীতে রুপির মান দাঁড়িয়েছে ৮১ দশমিক ৯৩। রুপির এমন অবাধ পতন ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে।

ব্লুমবার্গ সূচকে দেখা গেছে, মঙ্গলবার রুপি প্রতি ডলারে ৮১ দশমিক ৯৩ পর্যন্ত নামলেও এক পর্যায়ে ৮১ দশমিক ৫৭-এ স্থির হয়। তবে বুধবার রুপির মান কমে ৮১ দশমিক ৯৩- দাঁড়ায়।

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে একাধিকবার সুদের হার বাড়ানো হয়েছে। এছাড়া ২০১০ সালের পর প্রথমবারের মতো চার শতাংশ পয়েন্ট ছুঁয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের দায়। এদিকে দেশীয় মুদ্রাকে সাহায্য করতে ভারত কর নীতির কোনো পরিবর্তন আনতে অস্বীকার করায় ভারতীয় বন্ড দুর্বল হয়ে পড়ছে।

বুধবার ডলার ইনডেক্সে দেখা যায় এশিয়ান ট্রেডিংয়ে মার্কিন ডলারের মান বেড়ে ১১৪.৬১ এ দাঁড়িয়েছে। গত ১ মাসে মুদ্রাটির মান বেড়েছে ৫ দশমিক ৪৪ শতাংশ। যার ফলে ডলারের বিপরীতে বিশ্বের অন্যান্য মুদ্রা দুর্বল হচ্ছে।

আগামী শুক্রবার ভারতের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার নির্ধারণে বৈঠকে বসার কথা রয়েছে। ওইদিন সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করছেন ট্রেডাররা। এই অনিশ্চয়তার কারণে আন্তঃব্যাংক ফরেক্স মার্কেটে রুপি আরও মান হারিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.