Sylhet Today 24 PRINT

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষ, পদদলিত হয়ে নিহত ১২৯

আন্তর্জাতিক ডেস্ক |  ০২ অক্টোবর, ২০২২

ইন্দোনেশিয়ায় একটি ফুটবল স্টেডিয়ামে উগ্র সমর্থকদের মধ্য সংঘর্ষ থামাতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপের পর পদদলিত হয়ে অন্তত ১২৯ জন প্রাণ হারিয়েছেন।

পূর্ব জাভায় আরেমা এফসি প্রতিদ্বন্দ্বী পারসেবায়া সুরাবায়ার সঙ্গে হেরে যাওয়ার পর সমর্থকদের সঙ্গে পুলিশের ওই সংঘর্ষ হয়। খবর বিবিসি ও রয়টার্সের।

এ ঘটনায় আরও অন্তত ১৮০ জন আহত হয়েছেন। উদ্ধার কর্মীরা জানিয়েছেন মৃতের সংখ্যা দেড় শতাধিক হতে পারে।

ভিডিওতে দেখা যায় খেলার শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে সমর্থকরা মাঠের মধ্যে ঢুকে পড়েন এবং দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এরপর পুলিশ টিয়ার শেল ছুঁড়তে শুরু করে এবং এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে এবং দমবন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিলো বলে জানিয়েছেন পূর্ব জাভার পুলিশ প্রধান নিকো আফিনতা।

নিহতদের মধ্যে দু জন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। ৩৪ জন স্টেডিয়ামের ভিতরে ও বাকিরা হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.