Sylhet Today 24 PRINT

রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

সিলেটটুডে ডেস্ক |  ০৫ অক্টোবর, ২০২২

ক্লিক কেমিস্ট্রি এবং বায়োর্থোগোনাল কেমিস্ট্রি বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য, ২০২২ সালে রসায়নশাস্ত্রে নােবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। রয়্যাল সুইডিশ একাডেমি ফর সায়েন্সেস এই তিনজনের নাম ঘোষণা করেছে।

এ বছর রসায়নে নোবেলজয়ীরা হলেন ক্যারোলিন বেরতোসি, মরটেন মেলডাল এবং কে বেরি শার্পলেস। এই তিনজনের মধ্যে বেরি শার্পলেস দ্বিতীয়বারের মতো নোবেল পুরস্কার পেলেন। এর আগে ২০০১ সালে তিন রসায়নে নোবেল পেয়েছিলেন।

অধ্যাপক ক্যারোলিন ও অধ্যাপক শার্পলেস যুক্তরাষ্ট্রের নাগরিক এবং অধ্যাপক মরটেন মেলডাল ডেনমার্কের নাগরিক।

১৯৬৬ সালে জন্ম নেওয়া ক্যারোলিন বারতোসি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।

১৯৫৪ সালে জন্ম নেওয়া মরটেন মেলডাল ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।

১৯৪১ সালে জন্ম নেওয়া বেরি শার্পলেস যুক্তরাষ্ট্রের স্ক্রিপস রিসার্চ সেন্টারে অধ্যাপনা করেন।

এই তিনজনই একই বিষয় নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন। সেটি হলো ক্লিক কেমিস্ট্রি ও বায়োর্থোগনাল কেমিস্ট্রি।

এই দুটি বিষয় প্রয়োজন হয় ওষুধ গবেষণায়। প্রাণিদেহে কার্যক্ষম ওষুধ তৈরিতে যুগান্তকারী পরিবর্তন এনেছে রসায়নের এই দুটো শাখা। আর এই তিনজন বিজ্ঞানীর হাত ধরে রসায়নশাস্ত্রের এই শাখাগুলো কার্যকর ও উন্নত হয়েছে।

ক্লিক কেমিস্ট্রি ওষুধের অনু তৈরির প্রক্রিয়া সহজ করে তার খরচ কমিয়েছে এবং বায়োর্থোগনাল কেমিস্ট্রির মাধ্যমে ক্যানসারের ওষুধ তৈরির প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে।

রয়্যাল সুইডিশ একাডেমি ফর সায়েন্সেসের মতে, ক্লিক কেমিস্ট্রি ও বায়োর্থোগনাল কেমিস্ট্রি রসায়নশাস্ত্রকে কার্যকরিতার দিক থেকে নতুন এক যুগে নিয়ে যেতে পেরেছে। ফলে অনেক বড় উপকার পাচ্ছে মানবজাতি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.