Sylhet Today 24 PRINT

গ্রিস উপকূলে জলযান ডুবে ১৫ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক |  ০৬ অক্টোবর, ২০২২

ফাইল ছবি

গ্রিসের লেসবস দ্বীপের উপকূলে এজিয়ান সাগরে একটি জলযান ডুবে অন্তত ১৫ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) ভোররাতে ডুবে যাওয়া জলযানটিতে প্রায় ৪০ জন আরোহী ছিল বলে গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে।

এটি বুধবারের পর অভিবাসন প্রত্যাশীদের বহনকারী দ্বিতীয় জলযানডুবির ঘটনা বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।   

কোস্টগার্ড জানিয়েছে, সাগর থেকে ১৫টি মৃতদেহ ও ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, আরও ২০ জন নিখোঁজ রয়েছে। জলযানটি লেসবসের পূর্ব দিকের সাগরে ডুবেছে। গ্রিসের এ দ্বীপটির অবস্থান তুরস্কের উপকূলের খুব কাছে।

সাগরের ওই এলাকায় প্রবল বেগে বাতাস বইতে থাকায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। গ্রিসের কোস্টগার্ডের একটি জাহাজ ও বিমানবাহিনীর একটি হেলিকপ্টার তল্লাশি ও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।

ডুবে যাওয়া জলযানটির কোনো কোনো আরোহী সাঁতরে তীরে পৌঁছে থাকতে পারেন এমন সম্ভাবনায় লেসবস দ্বীপের উপকূল ধরেও তল্লাশি চালানো হচ্ছে। দ্বীপের দূরবর্তী একটি এলাকায় আটকা পড়া এমন ৩ জনকে উদ্ধার করা হয়েছে।

বুধবার গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিথিরার কাছে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী আরেকটি জলযান প্রবল ঢেউয়ের তোড়ে পাথুরে এলাকায় ধাক্কা খেয়ে ডুবে যায়। গ্রিসের কর্তৃপক্ষ সেখান থেকে ৩০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.