Sylhet Today 24 PRINT

পরমাণু অস্ত্র ব্যবহার করলে রুশ সেনাদের ‘নিশ্চিহ্ন’ করার হুমকি

সিলেটটুডে ডেস্ক: |  ১৩ অক্টোবর, ২০২২

ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গের সঙ্গে জোসেপ বোরেল

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতি প্রধান জোসেপ বোরেল হুঁশিয়ার করে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে রাশিয়ান সৈন্যদের ‘নিশ্চিহ্ন’ করবে পশ্চিমারা। খবর বিবিসির।

তিনি বলেন, পুতিন বলছেন তিনি হুমকি দিচ্ছেন না। ভালো কথা, কিন্তু তার হুমকি সহ্য করার ক্ষমতাও নেই। তাকে এটাও বুঝতে হবে ইউক্রেন, ইইউ, যুক্তরাষ্ট্র এবং ন্যাটো সদস্য দেশগুলোও হুমকি দিচ্ছে না।

তিনি আরও বলেন, ইউক্রেনের বিরুদ্ধে যে কোন পারমাণবিক হামলা উত্তর তৈরি করবে। তবে সেটা পারমাণবিক হামলা নয়। রাশিয়ার সামরিক শক্তিকে এমনভাবে ‘ধ্বংস’ করা হবে-যা অধিকতর ক্ষমতাশালী উত্তর হবে।

এদিকে বিশ্বে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে পুতিনের হাতে। তার ‘সব শক্তি’ ব্যবহারের হুমকি থেকে পারমাণবিক হামলার বিষয়টি আলাদা করা যায় না বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলার বিষয়ও তুলেছেন পুতিন। বলেছেন, বিশ্বে মার্কিনরাই প্রথম পারমাণবিক হামলার নজির গড়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.