Sylhet Today 24 PRINT

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক |  ২০ অক্টোবর, ২০২২

ব্যক্তিগত ইমেল ব্যবহার করে সংসদীয় সহকর্মীর কাছে অফিসিয়াল নথি পাঠানোর ঘটনার পর ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান পদত্যাগ করেছেন।

গতকাল বুধবার প্রধানমন্ত্রী লিজ ট্রাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সুয়েলা ব্রাভারম্যান। পদত্যাগপত্র জমা দেওয়ার আগে লিজ ট্রাসের সঙ্গে সরাসরি দেখা করেন তিনি। খবর বিবিসির।

একইসঙ্গে তিনি স্বীকার করে নিয়েছেন, ব্যক্তিগত ইমেল ব্যবহার করে সংসদীয় সহকর্মীর কাছে অফিসিয়াল নথি পাঠানো নিয়মের একটি 'প্রযুক্তিগত লঙ্ঘন' ছিল।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, সুয়েলা মন্ত্রিপরিষদের দুটি নীতি ভঙ্গ করেন। প্রথমত সরকারি কাজে তিনি তার ব্যাক্তিগত ইমেইল ব্যবহার করেন। দ্বিতীয়ত তিনি এমন একজন ব্যক্তিকে সরকারি নথি প্রদান করেন যার কাছে এ নথি দেওয়ার কথা নয়। এ দুটি কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

সুয়েলা ব্রাভারম্যানের স্থানে স্থলাভিষিক্ত হবেন সাবেক পরিবহনমন্ত্রী গ্র্যান্ট সেপস। কনজারভটিভ পার্টির নেতা নির্বাচনের সময় ঋসি সুনাককে সমর্থন দিয়েছিলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.