Sylhet Today 24 PRINT

তৃতীয় মেয়াদে ক্ষমতায় শি চিনপিং

সিলেটটুডে ডেস্ক |  ২৩ অক্টোবর, ২০২২

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং রোববার দেশের নেতা হিসেবে তৃতীয় মেয়াদে জয়লাভ করেছেন।

পাশাপাশি চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) কেন্দ্রীয় কমিটি শিকে দলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছে।

চীনের নেতা মাও সে তুংয়ের পর শি চিনপিংকেই দেশটির সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে বিবেচনা করা হয়।

এ সময় নেতা ছাড়াও সিসিপি সাত সদস্যের পলিট ব্যুরো স্ট্যান্ডিং কমিটির (পিএসসি) সদস্য নির্বাচন করেছে। প্রেসিডেন্ট শি সাংবাদিকদের সঙ্গে নতুন কমিটির পরিচয় করিয়ে দিয়েছেন।

এর আগে চীনের রাজধানী বেইজিংয়ে গত ১৬ অক্টোবর শুরু হয় দেশটির কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেস।

এক সপ্তাহব্যাপী চলা এবারের কংগ্রেসে পিপলস পার্টির ২ হাজার ৩০০ উচ্চপর্যায়ের সদস্য যোগদান করেন।

তারা চীনের মৌলিক ও গুরুত্বপূর্ণ নীতি নিয়ে আলোচনার পাশাপাশি নতুন নেতা হিসেবে শি চিনপিং ও পলিট ব্যুরোর ৭ সদস্যকে নির্বাচন করেছেন।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এর আগেই পূর্বাভাস হিসেবে বলা হয়েছিল, সম্ভবত এবারও তৃতীয় মেয়াদে পার্টিপ্রধান থেকে যাচ্ছেন শি চিনপিং।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.