Sylhet Today 24 PRINT

এবার ভুলগুলো শুধরে নেওয়ার পালা: ঋষি সুনাক

সিলেটটুডে ডেস্ক: |  ২৫ অক্টোবর, ২০২২

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার পর সাবেক সরকারের সমালোচনা করে ঋষি সুনাক বলেছেন, ‘আগের সরকার কিছু ভুল করেছিল এবং সেসব ভুলের জেরেই দেশ বর্তমানে এক গভীর অর্থনৈতিক সংকটের মুখে পতিত হয়েছে।’

আজ মঙ্গলবার লন্ডনে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন ঋষি। সংক্ষিপ্ত বৈঠকের পর রাজা চার্লস ‍সুনাককে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঘোষণা করেন এবং নতুন মন্ত্রিসভা গঠনেরও আহ্বান জানান।

পরে প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে গিয়ে এর সামনে দাঁড়িয়ে জাতির উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেন ঋষি সুনাক। ভাষণের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, ‘আমি কী কারণে এবং কোন পরিস্থিতিতে আপনাদের নতুন প্রধানমন্ত্রী হয়েছি, তা আপনারা সবাই জানেন। এই মুহূর্তে আমাদের দেশ এক গভীর অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এছাড়া এখনও করোনা মহামারির জের আমাদের টেনে নিতে হচ্ছে।’

নিজের পূর্বসূরী প্রধানমন্ত্রী লিজ ট্রাস নেতৃত্বাধীন সরকারের খানিকটা সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা কিছু ভুল করেছিলাম। এসব ভুল যে ইচ্ছাকৃত ছিল— এমন নয় এবং কাজ করতে গেলে ভুল হওয়া অস্বাভাবিকও নয়। কিন্তু তারপরও আমরা বলব, কিছু ভুল আমাদের ছিল। আমাদের খুব দ্রুত কাজে নেমে পড়তে হবে। কারণ যতই বিলম্ব হবে সংকটের তীব্রতা আরও বাড়বে। এখন ভুলগুলো শুধরে নেওয়ার পালা।’

আরেক পূর্বসূরী বরিস জনসন প্রসঙ্গে ঋষি সুনাক বলেন, ‘আমি সবসময়ই বরিস জনসনের প্রতি শ্রদ্ধাশীল। দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার অর্জন অনন্য এবং বরাবরই তিনি উষ্ণ হৃদয়ের বন্ধুত্বপূর্ণ মানুষ।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.