Sylhet Today 24 PRINT

ভারতীয় বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০২৩

ভারতীয় বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান সুখ-ই সু-৩০ ও মিরাজ-২০০ বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণ চলাকালে আজ শনিবার সকালে মধ্য প্রদেশে উড়োজাহাজ দুটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন বিমানবাহিনীর কর্মকর্তারা।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সুখ-ই সু-৩০ উড়োজাহাজে দুজন পাইলট ছিলেন এবং মিরাজ-২০০-এ একজন পাইলট ছিলেন। তাঁদের মধ্যে দুজন নিরাপদে বের হয়েছেন বলে জানা গেছে। অপর পাইলটের খোঁজে উদ্ধার অভিযান চলছে।

দুটি যুদ্ধবিমানই গোয়ালিয়র বিমানবাহিনী ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিরক্ষা সূত্র এনডিটিভিকে বলেছে, মাঝ আকাশে সংঘর্ষের কারণে উড়োজাহাজ দুটি বিধ্বস্ত হয়েছে কি না, তা পরীক্ষা করার জন্য বিমানবাহিনী তদন্ত শুরু করেছে।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ভারতীয় বিমানবাহিনী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টি অবহিত করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.