Sylhet Today 24 PRINT

ভারতে বহুতল ভবনে আগুন, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০২৩

ভারতের ঝাড়খণ্ডে একটি বহুতল ভবনে আগুন লেগে অন্তত ১৪ জনের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন পূর্বাঞ্চলীয় রাজ্যটির কর্মকর্তারা।

এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার রাতে ঝাড়খণ্ডের রাজধানী রাচি থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরের ধানবাদে জোড়াফটক নামের ব্যস্ত এক এলাকায় ১৩ তলাবিশিষ্ট আশীর্বাদ টাওয়ারে আগুন লাগে।

খবর পেয়ে দমকল বাহিনীর প্রায় ৪০টি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায় বলে অনামা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

মৃতের সংখ্যা এখন ১৪, আরও ১১ জনের চিকিৎসা চলছে। কীভাবে আগুন লাগল তার কারণ এখনও জানা যায়নি, বলেছেন ঝাড়খণ্ডের মুখ্য সচিব সুখদেব সিং।

মৃতদের মধ্যে ১০ নারী ও ২ শিশুও আছে, জানিয়েছে পিটিআই।

এ ঘটনায় শোক জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

যুদ্ধকালীন পর্যায়ে যেভাবে কাজ হয়, জেলা প্রশাসন সেভাবে কাজ করছে। আহতদের চিকিৎসা চলছে। আমি ব্যক্তিগতভাবে সব দেখছি, বলেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন।

আগুন লাগা ভবন থেকে জীবিত উদ্ধার ৮-১০ জনও গুরুতর দগ্ধ বলে জানিয়েছেন ধানবাদের ডেপুটি কমিশনার সন্দীপ কুমার।

আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ শেষ। কিন্তু আমরা এখনও চূড়ান্তভাবে মাথা গোনার কাজ শেষ করিনি। পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা যৌথভাবে সেটা করবেন, বলেছেন তিনি।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করা সুখদেব সিং জানান, আগুন লাগার কারণ জানতে পারেননি তারা।

স্থানীয়রা বলছে ভবনটির কোথাও নাকি পূজা হচ্ছিল, সেখান থেকে হতে পারে। কিন্তু পুরো ব্যাপারটা নিশ্চিত হতে হবে, বলেছেন তিনি।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.