Sylhet Today 24 PRINT

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ফেব্রুয়ারী, ২০২৩

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল (অব.) পারভেজ মোশাররফ চিকিৎসাধীন অবস্থায় দুবাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন।

রোববার তার পরিবার ৭৯ বছর বয়সী সাবেক এ সেনাশাসকের মৃত্যুর খবর নিশ্চিত করে বলে জানিয়েছে জিও টিভি। অসুস্থতাজনিত কারণে দুবাইয়ের আমেরিকান হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

১৯৪৩ সালের ১১ অগাস্ট ব্রিটিশ শাসনাধীন ভারতের দিল্লিতে জন্ম নেওয় পারভেজ মোশাররফ ১৯৬১ সালের ১৯ এপ্রিল পাকিস্তানের কাকুলের সামরিক একাডেমি থেকে কমিশন পান। এরপর তিনি স্পেশাল সার্ভিস গ্রুপে যোগ দেন।

সাবেক এ সামরিক শাসক ১৯৬৫ সালে ভারতের সঙ্গে এবং ১৯৭১ সালে বাংলাদেশের সঙ্গে যুদ্ধে অংশ নেন।

১৯৯৮ সালে তিনি জেনারেল পদে পদোন্নতি পান, নেন চিফ অব আর্মি স্টাফের দায়িত্ব। ১৯৯৯ সালের অক্টোবরে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে তিনি দেশের ক্ষমতা গ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.