Sylhet Today 24 PRINT

শক্তিশালী ভূমিকম্পে তুরস্কে নিহত ৫৩, সিরিয়ায় ৪২

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০২৩

শক্তিশালী ভূমিকম্পে সিরিয়ায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। তুরস্কে নিহত হয়েছেন অন্তত ৫৩ জন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় আজ সোমবার ভোররাত ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮।

রাজধানী আঙ্কারাসহ তুরস্কের অন্যান্য শহরে এই ভূকম্পন অনুভূত হয়। এ ছাড়া সিরিয়াসহ তুরস্কের প্রতিবেশী দেশগুলোতেও ভূকম্পন অনুভূত হয়।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির বিভিন্ন এলাকায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। আহত ২০০ জন।

সিরিয়ায় নিহত মানুষের সংখ্যা বাড়তে পারে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

ভূমিকম্পে তুরস্কের বিভিন্ন এলাকায় অনেক ভবন ধসে পড়েছে বলে খবর পাওয়া গেছে। ধসে পড়া ভবনের ভেতরে অনেক লোক আটকে থাকতে পারেন।

তুরস্কের স্থানীয় কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পে প্রাণহানি বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.