Sylhet Today 24 PRINT

১৪ ফেব্রুয়ারি ‘গরু জড়িয়ে ধরা দিবস’ পালনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০২৩

ফেব্রুয়ারি বলতেই বেশিরভাগ মানুষ বোঝেন ভালোবাসার মাস। বিশেষত ১৪ ফেব্রুয়ারিকে বিশ্বের বেশিরভাগ দেশেই কমবেশি 'ভ্যালেন্টাইন্স ডে' বা ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। তবে ভারতে এ দিবসটি ভিন্নভাবে পালনের আহ্বান জানানো হয়েছে।

ভারতের পশু কল্যাণ বোর্ডের বৃহস্পতিবার জানিয়েছেন, এখন থেকে ১৪ ফেব্রুয়ারি 'গরুকে জড়িয়ে ধরার দিন' হিসেবে পালন করা হবে, যাতে 'ইতিবাচক শক্তি' ছড়িয়ে দেওয়া যায় এবং 'সমষ্টিগত সুখ'র ধারণাকে অনুপ্রাণিত করা যায়।

ভারতের মৎস্য ও পশুপালন মন্ত্রণালয়ের অধীনস্থ এই বোর্ড এক নোটিশে জানায়, 'যারা গরুকে ভালোবাসেন, তারা তাদের জীবনে গো-মাতার ভূমিকা এবং জীবনকে সুখী ও ইতিবাচক শক্তিতে ভরে তোলার বিষয়গুলো মাথায় রেখে ১৪ ফেব্রুয়ারি গরুকে জড়িয়ে ধরার দিন হিসেবে পালন করতে পারেন।'

কর্মকর্তাদের বরাত দিয়ে এই নোটিশে আরও বলা হয়েছে, 'পশ্চিমা সংস্কৃতির উন্নয়নে' প্রাচীন ভারতের বৈদিক ঐতিহ্য প্রায় 'বিলুপ্তির মুখে' পড়েছে এবং সবাই 'পশ্চিমা সভ্যতার আগ্রাসনে আমাদের ঐতিহ্য ও ইতিহাস' ভুলে যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.