Sylhet Today 24 PRINT

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ৩৬ হাজার ছাড়িয়েছে

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

তুরস্ক-সিরিয়ায় আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। উদ্ধারকারীরা এখনো উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। ভূমিকম্পে সোমবার পর্যন্ত তুরস্কে অন্তত ৩১ হাজার ৬৪৩ জন এবং সিরিয়ায় সাড়ে চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

জাতিসংঘের সাহায্য প্রধান মার্টিন গ্রিফিথ বলেছেন, উদ্ধার প্রচেষ্টা বন্ধ হয়ে আসছে এবং বিশ্ব এখনও পর্যন্ত উত্তর-পশ্চিম সিরিয়ার লোকেদের সাহায্য করতে ব্যর্থ হয়েছে। সেখানে বেঁচে থাকা লোকেরা ‘ঠিকই অবহেলা টের পাচ্ছে’।

অপরদিকে জাতিসংঘ বলেছে, ভূমিকম্পের পর সিরিয়ায় ৫০ লাখের বেশি মানুষ গৃহহীন হতে পারে। তুরস্ক এবং সিরিয়ায় প্রায় ৯ লাখ মানুষের জরুরি গরম খাবারের প্রয়োজন রয়েছে।

জাতিসংঘের মতে, সিরিয়ায় বিদ্রোহী-নিয়ন্ত্রিত অঞ্চলে সরকার-নিয়ন্ত্রিত অঞ্চল থেকে সহায়তা হায়েত তাহরির আল-শাম সশস্ত্র গোষ্ঠীর সাথে অনুমোদনের সমস্যাগুলোর কারণে স্থবির করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.