Sylhet Today 24 PRINT

তুরস্কে এক পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার করল বাংলাদেশ দল

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

তুরস্কের আদিয়ামান শহরের জুম হেরিয়াত মাহেল্লিসি এলাকায় পঞ্চম দিনে চার জনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। সেনাবাহিনীর নেতৃত্বে তাদের ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এ পর্যন্ত একজনকে জীবিত ও ১৯ জনের মরদেহ উদ্ধার করেছে।

গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ৮ ঘণ্টার দুঃসাহসিক ও রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানে একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করা হয়। এই চারজনের মধ্যে রয়েছেন, বাবা-মা ও তাদের দুই সন্তান। পরে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশের ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, রাত ১১টা ২০ মিনিটের দিকে উদ্ধার কাজ ওই দিনের মতো শেষ করা হয়।

ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের মিডিয়া সমন্বয়কারী উপসহকারী পরিচালক ফয়সালুর রহমান বলেন, ‘উদ্ধারকাজে সাফল্য আসায় শরীর ক্লান্ত হলেও তৃপ্ত মন নিয়ে তারা উদ্ধারকাজ শেষ করে ক্যাম্পে ফিরে গেছেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.