Sylhet Today 24 PRINT

অন্ধকারে অর্ধেক আর্জেন্টিনা

সিলেটটুডে ডেস্ক |  ০২ মার্চ, ২০২৩

জাতীয় গ্রিডে আগুন লেগে আর্জেন্টিনার অর্ধেকের বেশি অঞ্চল অন্ধকারের রয়েছে।

দেশটির রাজধানী বুয়েন্স এইরেসসহ কয়েকটি বড় বড় নগর এবং সেগুলোর আশেপাশের গ্রামাঞ্চলের একটি বড় অংশ সম্পূর্ণরূপে এবং কিছু অঞ্চল আংশিকভাবে বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে।

বিবিসি জানিয়েছে, খেলার একটি মাঠ থেকে ওই আগুনের সূত্রপাত। আগুন মাঠ থেকে উপর দিয়ে যাওয়া দেশটির ‘কোস্টাল জোনের’ গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক তারে ছড়িয়ে পড়ে। এ অবস্থায় বড় বিপদ এড়াতে কর্তৃপক্ষ বাধ্য হয়ে একটি পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ করে দেয়।

বিদ্যুৎ না থাকায় কয়েকটি অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে।

বুয়েন্স এইরেস মেট্রোপলিটন এলাকায় এখনো দেড় লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন বলে জানায় বিবিসি।

আর্জেন্টিনায় এ ধরনের বিদ্যুৎ বিপর্যয় নতুন ঘটনা নয়। ২০১৯ সালে বড়ধরনের বিদ্যুৎ বিপর্যয়ে আর্জেন্টিনা এবং প্রতিবেশী উরুগুয়ের লাখ লাখ মানুষ ‍অন্ধকারে নিমজ্জিত হন। পরের বছর আরো একটি ঘটনায় বুয়েন্স এইরেসের হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.