Sylhet Today 24 PRINT

নিউজিল্যান্ডে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক |  ১৬ মার্চ, ২০২৩

নিউজিল্যান্ডে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) স্থানীয় সময় বিকেলে দেশটির কারমাডেক আইল্যান্ডস অঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে। খবর নিউজিল্যান্ড হেরাল্ড ও রয়টার্সের।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের পর পরই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়। তবে পরে এ সতর্কতা তুলে নেয়া হয়।

দেশটির সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড জানায়, ভূমিকম্পের পর উপকূলীয় এলাকার তিনশ কিলোমিটারের মধ্যে সুনামি সতর্কতা জারি করে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। পরে তা তুলে নেয়া হয়। ভূমিকম্পে এ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি।

নিউজিল্যান্ডের জাতীয় জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা এক টুইটে জানায়, এ ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই। টুইটে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ০ ছিল বলে উল্লেখ করেছে সংস্থাটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.