Sylhet Today 24 PRINT

কুয়েতে \'জরুরি অবস্থা\' ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক |  ২১ মার্চ, ২০২৩

কুয়েতের রাষ্ট্রীয় তেল কোম্পানির একটি পাইপলাইন ছিদ্র হয়ে তেল ছড়িয়ে পড়ায় ওই খনির আশপাশের এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন ও সরবরাহ কোম্পানি।

তেল কোম্পানিটির মুখপাত্র কুসাই আল আমের বার্তাসংস্থা এএফপিকে বলেন, খনিটির অবস্থান কুয়েতের পশ্চিমাঞ্চলে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, ‘যে এলাকায় খনিটি অবস্থিত, সেখানে কোম্পানির কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী আছেন-এর বাইরে কোনো জনবসতি নেই। তবুও বাড়তি সতর্কতা হিসেবে আশপাশের এলাকায় ‘জরুরি অবস্থা’ ঘোষণা দেয়া হয়েছে।’

কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। তবে পাইপলাইনের লিকেজ মেরামত করতে কোম্পানির প্রকৌশল বিভাগের একটি দল ঘটনাস্থলে গেছেন বলে জানিয়েছেন কুসাই আল আমের।

কুয়েতের আল রাই পত্রিকা টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, অনাবাদী জমিতে একটি মোটা পাইপ থেকে প্রচুর পরিমাণে তেল ছড়িয়ে পড়ছে।  তবে এএফপি স্বাধীনভাবে এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।

বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশগুলোর একটি কুয়েত। দেশটির সরকারের ৯০ শতাংশ রাজস্ব আসে তেল থেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.