Sylhet Today 24 PRINT

সৌদি আরবে রোজা শুরু বৃহস্পতিবার

সিলেটটুডে ডেস্ক |  ২১ মার্চ, ২০২৩

সৌদি আরবের আকাশে মঙ্গলবার রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে দেশটিতে শাবান মাস পূর্ণ হবে  বুধবার। বৃহস্পতিবার থেকে শুরু হবে সিয়াম সাধনার মাস রমজান।

সৌদি আরবের সুপ্রিম কোর্টের বরাত দিয়ে এ খবর দিয়েছে আরব নিউজ। এদিকে খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আকাশেও মঙ্গলবার রমজান মাসের চাঁদ দেখা যায়নি। দেশটির চাঁদ দেখা কমিটি জানিয়েছে, সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাতেও বৃহস্পতিবার শুরু হবে রমজান মাস।

এদিকে বাংলাদেশে রমজান মাসের চাঁদ দেখতে বুধবার সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন চাঁদ দেখা গেলে বাংলাদেশেও বৃহস্পতিবার রমজান মাস শুরু হবে। তবে সাধারণত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিন বাংলাদেশের আকাশে চান্দ্র মাসের চাঁদ দেখা যায়। সে হিসাবে বাংলাদেশে এ বছর রমজান মাস শুরু হতে পারে শুক্রবার।

মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলোর তথ্য বলছে, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরেও বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হবে।

খালিজ টাইমসের খবর বলছে, চার বছরের মধ্যে এ বছরই প্রথম করোনাভাইরাসের বিধিনিষেধমুক্ত রমজান মাস পালন করতে পারবেন সংযুক্ত আরব আমিরাতের নাগরিকরা। ফলে তারা বন্ধু-স্বজনদের নিয়ে সেহেরি ও ইফতার আয়োজন করতে পারবেন। মসজিদ এবং মার্কেটগুলোতেও কোনো বিধিনিষেধ থাকবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.