Sylhet Today 24 PRINT

দিল্লির তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক |  ২২ মে, ২০২৩

প্রচণ্ড গরমে নাভিশ্বাস ওঠার অবস্থা দিল্লিবাসীর। রোববার সেখানে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়, আগামী কয়েক দিনে রাজধানীতে তাপমাত্রা বাড়বে। এমনকি তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে।

দিল্লির বিভিন্ন স্থানের মধ্যে রোববার (২১ মে) সর্বাধিক তাপমাত্রা ছিল নজফগড়ে (৪৬.৩ ডিগ্রি সেলসিয়াস)। সোমবার এই তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অদিদপ্তর। সারা দিনে মেঘলা আকাশ থাকলেও ভ্যাপসা গরমে দিল্লিবাসী কাহিল হবে বলে জানিয়েছে তারা।

তবে দুপুরের দিকে ২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে রাজধানীতে। দু’দিনের তাপপ্রবাহের সতর্কতা জারি করার পাশাপাশি স্বস্তির খবরও দিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমি ঝঞ্ঝার কারণে আগামী বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দিল্লিতে। সে ক্ষেত্রে গরম কমার সম্ভাবনা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.