Sylhet Today 24 PRINT

সঙ্কট উত্তরণে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে

নিউজ ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৫

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, ‘দেশের চলমান সঙ্কট উত্তরণে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে। গণমাধ্যমই পারে পেট্রোলবোমা হামলার বিষয়ে  জনগণকে সতর্ক করতে।’

সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিলানায়তনে নৌকা সমর্থক গোষ্ঠীর এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন ‘জামায়াতের আমির’। তিনিই বোমা হামলার নির্দেশ দিয়ে মানুষ পুড়িয়ে মারছেন।’

তিনি বলেন, ‘একবার দেশের উত্তরবঙ্গে বোমা হামলা হচ্ছে আরেকবার দক্ষিণবঙ্গে। হামলার চিত্র গণমাধ্যমে দেখিয়ে দেশের জনগণকে সর্তক করে তুলতে হবে। সঙ্গে সঙ্গে দেশবাসীকেও সর্তক থাকতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু, সাম্যবাদী দলের নেতা হারুন চোধুরী, নৌকা সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক  হুমায়র কবির মিজি প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.