Sylhet Today 24 PRINT

উডিশায় এবার মালবাহী ট্রেন লাইনচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক |  ০৫ জুন, ২০২৩

ভারতের উড়িষ্যায় বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ক্ষত মুছতে না মুছতেই আবারও মালবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটলো রাজ্যটিতে। তবে এই ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (৫ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানায়, বারগড় জেলার সম্বরধারার কাছে চুনাপাথর বহনকারী একটি পণ্যবাহী ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি ডুঙ্গুরি থেকে বারগড় যাচ্ছিল।

গত ২ জুন সন্ধ্যায় পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া উডিশার বালেশ্বর জেলায় ৩ ট্রেনের সংঘর্ষে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই সংঘর্ষে মৃত্যু হয়েছে প্রায় ৩০০ জনের। আহত হাজার ছুঁইছুঁই। সেই ক্ষত এখনো টাটকা। তারই মাঝে আবারো ট্রেনের লাইচ্যুতের ঘটনা ঘটলো রাজ্যটিতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.