Sylhet Today 24 PRINT

ওডিশায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুন, ২০২৩

ছবি: সংগৃহীত

ভারতের ওডিশায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, উড়িষ্যার ভুবনেশ্বরের গঞ্জাম জেলায় এ বাস দুঘর্টনা ঘটেছে।

বেরহামপুরের পুলিশ সুপার সারভানা বিবেক এম জানান, রোববার (২৫ জুন) মধ্যরাতে বেরহামপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে, বিয়েবাড়ির অতিথিদের নিয়ে একটি বাস দিগাপাহান্ডি থানার কাছে খান্দাদেউলিতে ফিরছিলেন। তখনি অপর দিক থেকে আসা একটি সরকারি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাসটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় কয়েকজনের।

পুলিশ কর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে স্থানান্তরিত করেছে বলে জানান তিনি। আহত ব্যক্তিদের এমকেসিজি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং দিগাপাহান্দি হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানান তিনি।
আহতদের মধ্যে দুজনকে এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এদিকে আরেক পুলিশ কর্মকর্তা জানায়, “১২ জন নিহতের মধ্যে একটি পরিবারেরই সাতজন সদস্য এবং তাদের আত্মীয়রা রয়েছেন।“

এরই মধ্যে এই দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা করেছে ওডিশা সরকার। আহতদের মাথাপিছু ৩০ হাজার টাকা দেওয়া হবে। নিহতদের পরিবারকে দেওয়া হবে ৩ লাখ রুপি আর্থিক সাহায্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.