Sylhet Today 24 PRINT

যমুনায় পানি আরও বাড়ায় দিল্লির বন্যা পরিস্থিতির অবনতি

আন্তর্জাতিক ডেস্ক |  ১৩ জুলাই, ২০২৩

দিল্লিতে ফুঁসে ওঠা যমুনার পানি বুধবার রাতে আরও বেড়েছে। এতে ঘরবাড়ি ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। এমন বাস্তবতায় জরুরি ব্যবস্থা নিতে হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, দিল্লির পার্শ্ববর্তী হরিয়ানা রাজ্যের হাথনিকুণ্ড বাঁধ থেকে যমুনা নদীতে পানি ছাড়া অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টায় যমুনার পানি সমতল ছিল ২০৮ দশমিক ৪৬ মিটার। ওই সময়ে নদীটির পানি বিপৎসীমার তিন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

দিল্লির অনেক অঞ্চল প্লাবিত হওয়ার মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চলটির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন সরকার কেন্দ্রীয় সরকারকে বাঁধ থেকে পানি অপসারণ বন্ধের তাগিদ দিয়েছে, তবে কেন্দ্রীয় সরকার বলেছে, বাঁধের অতিরিক্ত পানি অপসারণ করতে হবে।

হিমাচল প্রদেশে ভারি বৃষ্টিপাতে হরিয়ানার বাঁধটি উপচে পড়েছে। সেই পানি যমুনায় ছাড়ায় প্লাবিত হয়েছে দিল্লির বিভিন্ন অঞ্চল।

দিল্লির সিভিল লেনস এলাকার রিং রোড প্লাবিত হয়েছে। অঞ্চলটি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাসভবন ও দিল্লি বিধানসভা থেকে সর্বোচ্চ ৫০০ মিটার দূরে।

ভারতের কেন্দ্রীয় পানি কমিশন জানিয়েছে, হরিয়ানার বাঁধ থেকে পানির প্রবাহ দুপুর ২টা থেকে কমার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.