Sylhet Today 24 PRINT

পুতিন হেরে গেছেন, দাবি বাইডেনের

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুলাই, ২০২৩

জো বাইডেন। ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যেই হেরে গেছেন, এমনই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

ন্যাটোর নতুন সদস্য ফিনল্যান্ড সফরকালে বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট সাওলি নিনিস্তোকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

বাইডেন আশা প্রকাশ করেন, ইউক্রেনের পাল্টা আক্রমণ মস্কোকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করতে পারে। খবর এএফপির

সংবাদ সম্মেলনে জো বাইডেন বলেন, 'পুতিন ইতোমধ্যে যুদ্ধে হেরে গেছেন। তিনি সত্যিই একটি সমস্যায় আছেন। তার পক্ষে ইউক্রেনে যুদ্ধে জেতার কোনো সম্ভাবনাই নেই।'

ইউক্রেনে নতুন করে রাশিয়ার হামলা শুরু এবং প্রায়ই পারমাণবিক হামলার হুমকির বিষয়ে বাইডেন বলেন, পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কোনো বাস্তব সম্ভাবনা নেই এবং যুদ্ধ বছরের পর বছর ধরে চলবে না।

যদিও ন্যাটো নেতারা এই সপ্তাহে জোটের শীর্ষ সম্মেলনে কিয়েভকে ন্যাটোতে অন্তর্ভুক্তির একটি নির্দিষ্ট সময়সীমা দিতে ব্যর্থ হয়েছেন, তবে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন একদিন ন্যাটো জোটে যোগদান করবে।

এ বিষয়ে বাইডেন আরও বলেন, যুদ্ধ চলাকালে কোনো দেশ ন্যাটোর সদস্য হতে পারে না। এই মুহূর্তে ইউক্রেনের ন্যাটোতে যোগদানের অর্থ হলো 'তৃতীয় বিশ্বযুদ্ধ'।

তবে ইউক্রেন একদিন ন্যাটো জোটে যোগদান করবে বলে এ সময় তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.