Sylhet Today 24 PRINT

মেক্সিকোর বারে পেট্রোল বোমা, নিহত ১১

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুলাই, ২০২৩

ছবি: সংগৃহীত

মেক্সিকোর এক জনাকীর্ণ বারে মোলোটভ ককটেল (পেট্রোল বোমা) নিক্ষেপের ঘটনায় সৃষ্ট অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরও চারজন।

নিহতদের মধ্যে ৪ জন নারী ও ৭ জন পুরুষ। এ ছাড়া আহত ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দেশটির উত্তরাঞ্চলীয় সোনোরা অঙ্গরাজ্যের সান লুইস রিও কলোরাডো শহরের বারে শুক্রবার (২১ জুলাই) স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে।

সোনোরা রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, বারে থাকা নারীদের সঙ্গে বাজে ব্যবহার করায় সেই ব্যক্তিকে বার থেকে বের করে দেওয়া হয়েছিল। এতে সে ক্ষিপ্ত হয়ে ফিরে এসে বারটির দরজায় মোলোটভ ককটেল নিক্ষেপ করে।

রাজ্যের কৌঁসুলিরা (প্রসিকিউটর) জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি একজনই এবং সে সময় তিনি নেশাগ্রস্ত ছিলেন।

অ্যাটর্নি জেনারেল গুস্তাভো রোমুলো সালাস জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তিকে এখনও শনাক্ত করা যায়নি বিধায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে এবং সোনোরাতে কেউই আইনের । ঊর্ধ্বে নন।

যদিও শহরের মেয়র সান্তোস গঞ্জালেস দাবি করেছেন, সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। রয়টার্স।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.