Sylhet Today 24 PRINT

জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার, স্থানীয়রা আতঙ্কে

আন্তর্জাতিক ডেস্ক |  ০৮ আগস্ট, ২০২৩

জার্মানির ডুসেলডর্ফে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।

বোমাটি উদ্ধারের পর ওই এলাকা থেকে প্রায় ১৩ হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ডুসেলডর্ফে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি বোমা উদ্ধার করেছে পুলিশ ও দমকল বাহিনী। বোমাটির ওজন প্রায় ৫০০ কিলোগ্রাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের তৈরি বোমাটি এখনো অবিস্ফোরিত রয়েছে। তবে জার্মান দমকল বাহিনী বোমাটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছে।

ডুসেলডর্ফ প্রশাসন জানিয়েছে, কোনো কারণে বোমাটি বিস্ফোরিত হলে স্থানীয়দের যেন কোনও ক্ষতি না হয়, তা নিশ্চিত করা হয়েছে।

স্থানীয়দের নিরাপদ জায়গায় সরানোর পাশাপাশি একাধিক রাস্তাও বন্ধ করে দিয়েছে পুলিশ। এছাড়াও ট্রাম চলাচলকারী কয়েকটি রাস্তাও বন্ধ করা হয়েছে। এমনকি দূরপাল্লার কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।

সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, বোমাটি বিস্ফোরণ হলে ভয়াবহ কাণ্ড হবে। তাই সবরকম ব্যবস্থা নেয়া হয়েছে।

জার্মানিতে এর আগেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের বোমা উদ্ধার হয়েছে। ২০২০ সালে ফ্রাঙ্কফুর্টে যুক্তরাজ্যের তৈরি একটি বোমা উদ্ধার হয়েছিল। সে সময়ও ওই অঞ্চলের ১৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। পরে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.