Sylhet Today 24 PRINT

চীনে অতিবৃষ্টিতে বন্যা, নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক |  ০৯ আগস্ট, ২০২৩

চীনের রাজধানী বেইজিংয়ের আশপাশে গত কয়েকদিনের প্রবল বন্যায় বিপর্যস্ত। অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্লাবিত অনেক জায়গা। এতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। এর মধ্যে পাঁচ জন উদ্ধারকর্মী। নিখোঁজ ১৮ জন।

চীনা সরকার বুধবার জানিয়েছে, উত্তরপূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশ, বেইজিং ও হেবেইতে পরিস্থিতি ভয়াবহ। বেইজিংয়ের পশ্চিম উপকণ্ঠে কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে বন্যায় ৫৯ হাজার বাড়ি-ঘর ধসে গেছে। অন্যান্য প্রায় দেড় লাখ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে আনুমানিক ১৫ হাজার হেক্টর ফসলি জমি।

বেইজিংয়ের সহকারী মেয়র জিয়া লিনমাও সংবাদ সম্মেলনে বলেছেন, বন্যায় অনেক রাস্তার পাশাপাশি শতাধিক সেতু পানির নিচে। যারা দায়িত্ব পালন করতে গিয়ে দুর্ভাগ্যবশত প্রাণ হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা।

গত সপ্তাহে টাইফুন ডাকসুরি আঘাত হানার পরই ব্যাপক বৃষ্টি ও বন্যা শুরু হয়। চীনের উত্তরাঞ্চলেও পরিস্থিতি খুব একটা ভালো না। যা গত জুলাই থেকে বৃষ্টি শুরু হয়েছে। দুর্ভোগে লাখ লাখ মানুষ।

বেইজিংয়ের পার্শ্ববর্তী হেবেই প্রদেশে ১৫ জন মারা গেছেন। নিখোঁজ ২২ জন। এছাড়া উত্তরপূর্বাঞ্চলী জিলিনে ১৪ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হতে পারে কোনও পূর্বাভাস পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.