Sylhet Today 24 PRINT

ইকুয়েডরে গুলিতে নিহত প্রেসিডেন্ট প্রার্থী

সিলেটটুডে ডেস্ক |  ১০ আগস্ট, ২০২৩

ছবি: সংগৃহীত

ইকুয়েডরে নির্বাচনী প্রচারে গিয়ে গুলিতে ফার্নান্দো ভিলাভিসেনসিও (৫৯) নামের এক প্রেসিডেন্ট পদ প্রার্থী নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় দেশটির কুইটো শহরে এ ঘটনা ঘটে বলে এক প্রদিবেদনে জানিয়েছে আল-জাজিরা।

ফার্নান্দো একজন মধ্যপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তিনি দেশটির মুভিমিয়েন্তো কনস্ট্রুয়ে দলের নেতা।

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো এক্স বার্তায় ফার্নান্দোর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। গুইলারমো লাসো বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।

ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ান জাপাতা বলেন, কুইটো শহরে নির্বাচনী প্রচারে অংশ নেন ফার্নান্দো। মিছিল শেষ হওয়ার পরপরই তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে তার মৃত্যু হয়।

২০ আগস্ট ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। প্রথম দফার এই নির্বাচনে অংশ নেওয়া আটজন প্রার্থীর একজন ছিলেন ফার্নান্দো।

এদিকে ফার্নান্দোকে গুলি করার ঘটনায় জড়িত সন্দেহভাজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গোলাগুলিতে আহত হওয়ার পর মারা গেছেন বলে জানিয়েছে ইকুয়েডরের অ্যাটর্নি জেনারেলের দপ্তর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.