Sylhet Today 24 PRINT

জরিমানা দিলেন কানাডার উপ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক |  ২৩ আগস্ট, ২০২৩

বেপরোয়া গতিতে গাড়ি চালানোর দায়ে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ হাজার টাকারও বেশি জরিমানা গুনতে হলো কানাডার উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে (৫৫)। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজ প্রদেশ আলবার্টায় ঘণ্টায় ১৩২ কিলোমিটার বেগে গাড়ি চালিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে ২৭৩ কানাডিয়ান ডলার (২০১.৬২ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে বলে গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) তার একজন মুখপাত্র জানিয়েছেন।

ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের নিজের কোনও গাড়ি নেই। তার মুখপাত্র ক্যাথরিন কাপলিনস্কাস বলেন, গ্র্যান্ডে প্রেইরি এবং পিস রিভার শহরের মধ্যে ঘণ্টায় ১৩২ কিলোমিটার (৮২ মাইল) গতিতে গাড়ি চালানো অবস্থায় ধরা পড়েন উপপ্রধানমন্ত্রী। পরে তাকে ওই জরিমানা করা হয়।

ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড জরিমানার টাকা পরিশোধ করেছেন। অবশ্য ঘটনাটি ঠিক কখন ঘটেছে এবং রাস্তার সর্বোচ্চ গতিসীমা কত ছিল জানাননি ক্যাথরিন কাপলিনস্কাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.