Sylhet Today 24 PRINT

মরক্কোয় ৬.৮ মাত্রার ভূমিকম্প, নিহত প্রায় তিনশ

সিলেটটুডে ডেস্ক |  ০৯ সেপ্টেম্বর, ২০২৩

ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে প্রায় তিনশ লোক নিহত হয়েছেন।

শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে মারাকেশ শহর থেকে ৭১ কিলোমিটার দক্ষিণপশ্চিমে হাই অ্যাটলাস পর্বতমালায় ভূমিকম্পটির উৎপত্তি হয়।

এই ভূমিকম্পে বহু ভবন ধসে পড়েছে। বড় বড় শহরগুলোর আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসেন।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৮ এবং এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে।

মরক্কোর জিওফিজিক্যাল কেন্দ্র জানিয়েছে, হাই অ্যাটলাস পর্বতের ইঘিল এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি আর এর মাত্রা ছিল ৭ দশমিক ২। মূল ভূমিকম্পের ১৯ মিনিট পর একটি পরাঘাতও হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মারাকেশ শহর ও দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় মানুষের মৃত্যু হয়েছে।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, আল-হাওজ, মারাকেশ, ওয়ারজাজাত, আজিলাল, শিশাওয়াহ ও তারউদন্ততে ২৯৬ জন নিহত হয়েছেন। ভূমিকম্পে আরও ১৫৩ জন আহত হয়েছেন আর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানানো হয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের নিকটবর্তী বড় শহর মারাকেশের বাসিন্দারা জানিয়েছেন, পুরনো শহরে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে, এলাকাটি ইউনেস্কোর তালিকাভুক্ত বিশ্ব ঐতিহ্যের অংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.