Sylhet Today 24 PRINT

পাকিস্তানে ঈদে মিলাদুন্নবী র‌্যালিতে আত্মঘাতী হামলায় নিহত ৫২

সিলেটটুডে ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০২৩

পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন ১৫০ জনের বেশি।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জাভেদ লেহরি বলেছেন, এটি একটি আত্মঘাতী বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে। মাস্তুং মসজিদ এলাকায় এটা ঘটেছে।

এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। তবে সন্ত্রাসী কোনো গোষ্ঠী এ হামলার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানসহ সমগ্র মুসলিম বিশ্বে ঈদে মিলাদুন্নবী বা হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন যথাযথ মর্যাদায় পালিত হয়। তবে কিছু কিছু গোষ্ঠী এটা হারাম মনে করে।

চলতি মাসের শুরুতে মাস্তুং জেলায় আরেকটি বোমা হামলায় এক ধর্মীয় নেতাসহ অন্তত ১১ জন নিহত হন। এর দায়ও কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.