Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে বাড়িতে ১১৫ গলিত মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক |  ০৭ অক্টোবর, ২০২৩

যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের একটি বাড়ি থেকে ১১৫টি গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বাড়িটি শেষকৃত্য সেবাদানকারী প্রতিষ্ঠান।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) শনিবারের প্রতিবেদনে বলা হয়, ‘রিটার্ন টু ন্যাচার ফিউনেরাল হোম’ নামের প্রতিষ্ঠানটি শেষকৃত্যের আগে মরদেহ সংক্ষণ করে থাকে। এটি পরিবেশবান্ধব কবর দেয়ার সেবা দেয়।

কলোরাডো রাজ্যের ফ্রেমন্ট কাউন্টি শেরিফ অ্যালেন কুপার শুক্রবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পেনরোজ শহরের দ্য রিটার্ন টু ন্যাচার নামের প্রতিষ্ঠানটি কোনো অনিয়ম করেছে কি না, তা তদন্ত করা হচ্ছে।’

পুলিশ জানায়, স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে অভিযোগ করলে তারা তদন্ত শুরু করে।

এফবিআইয়ের মুখপাত্র ভিকি মিগোয়া এপিকে বলেন, ‘সেখানে কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, সেটা উদ্ঘাটনের জন্য রাষ্ট্রীয় ও ফেডারেল পর্যায়ে তদন্ত শুরু হয়েছে।’

কলোরাডো রাজ্যের আইন অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে দাফন করা না হলে, এ ঘরগুলোতে মরদেহগুলো সঠিকভাবে সংরক্ষণ করতে হয়।

পুলিশ জানায়, বাড়িটির মালিক জন হলফোর্ড মরদেহগুলোর অনুপযুক্তভাবে সংরক্ষণের বিষয়টি গোপন করার চেষ্টা করছিলেন।

সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ জানায়, সেখানকার জনগণের কোনো স্বাস্থ্যঝুঁকি নেই।

রিটার্ন টু নেচার ফিউনারেল হোমের ওয়েবসাইটে পরিবেশবান্ধব দাফন বিষয়টি ব্যখ্যা দিয়ে বলা আছে, ‘চিরাচরিত উপায়ে কবরে ফিরে যাওয়া’। তারা কোনো প্রকার রাসায়নিক, ধাতু, কাফন বা অপ্রাকৃতিক উপকরণ ছাড়াই মরদেহ দাফন করে। তারা এ প্রক্রিয়াকে ‘প্রাকৃতিক উপায়ে দাফন’ করা বলে দাবি করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.