Sylhet Today 24 PRINT

গাজায় যুদ্ধ নয়, ‘গণহত্যা’ চলছে: এরদোয়ান

সিলেটটুডে ডেস্ক |  ১২ অক্টোবর, ২০২৩

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অবরোধ ও বোমাবর্ষণের নিন্দা জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজায় যা হচ্ছে তা রীতিমতো ‘গণহত্যা’।

বুধবার দেশটির পার্লামেন্টে ক্ষমতাসীন একে পার্টির সদস্যদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

চলমান অবরোধ এবং বিরতিহীন হামলা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে এরদোয়ান বলেন, যুদ্ধেরও একটি নৈতিকতা আছে। কিন্তু গাজায় সপ্তাহজুড়ে চলা বিরতিহীন হামলা ও অবরোধ নৈতিকতার মারাত্মক লঙ্ঘন। মানুষকে তাদের মৌলিক চাহিদা মেটাতে বাধা দেওয়া এবং বেসামরিক লোকজনের বাসস্থানে বোমা হামলা চালানো হচ্ছে। এটি যুদ্ধ নয়, একটি গণহত্যা।

তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা প্রকাশ্যে ইসরায়েলি ভূখণ্ডে বেসামরিক মানুষ হত্যার বিরোধিতা করি। একইভাবে আমরা কখনই গাজায় নির্বিচারে অবিরাম বোমা হামলার মাধ্যমে নিরপরাধ মানুষের গণহত্যা মেনে নিতে পারি না।’

ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নিপীড়নমূলক নীতি চলমান সংঘাতের মূল কারণ জানিয়ে এরদোয়ান বলেন, ‘ইসরায়েলের ভুলে যাওয়া উচিত নয় যে তারা একটি রাষ্ট্র। তারা সংগঠনের মতো কাজ করতে পারে না।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.