Sylhet Today 24 PRINT

ইসরায়েল-হামাস যুদ্ধ: গাজায় নিহত বেড়ে ১ হাজার ৩৫৪

সিলেটটুডে ডেস্ক |  ১২ অক্টোবর, ২০২৩

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৫৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ৬ হাজার ৪৯ জন ফিলিস্তিনি।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, আহতের মধ্যে ৬০ শতাংশই শিশু ও নারী।

অপরদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জন ইসরায়েলি নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো অন্তত তিন হাজার ইসরায়েলি।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর তৃতীয় দিন সোমবার থেকে গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল।

এদিকে জ্বালানি, বিদ্যুৎ, পানি, খাবার ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে। গাজায় বসবাসকারী ২৩ লাখ ফিলিস্তিনিকে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছে ইসরায়েল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.