Sylhet Today 24 PRINT

ফিলিস্তিনিরা গাজা ছাড়বে না: হামাস

সিলেটটুডে ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০২৩

উত্তর গাজার ১১ লাখ বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে ঘরবাড়ি ছাড়তে ইসরায়েলি আল্টিমেটামের মধ্যে হামাসের রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক ব্যুরোর প্রধান বাসেম নাইম বলেছেন, স্বদেশ ছেড়ে যাবে না ফিলিস্তিনিরা।

গাজা সিটির বাসিন্দাদের দক্ষিণে চলে যেতে বৃহস্পতিবার রাত ১১টায় জাতিসংঘের মাধ্যমে বার্তা দেয় ইসরায়েল, তবে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, এত অল্প সময়ে গাজার প্রায় অর্ধেক মানুষকে স্থানান্তর করা সম্ভব নয়।

এমন বাস্তবতায় হামাস নেতা বাসেম নাইম শুক্রবার আল জাজিরাকে বলেন, ‘আমাদের সামনে দুটি বিকল্প: দখলদার বাহিনীকে পরাজিত করা অথবা আমাদের বাড়িতে মারা যাওয়া। আমরা (বাড়ি) ছেড়ে যাচ্ছি না।’

১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর সাত লাখ ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়। ফিলিস্তিনিদের কাছে ঘটনাটি ‘নাকবা’ বা বিপর্যয় হিসেবে পরিচিত।

নাইম বলেন, গত ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলাটি ছিল ১৭ বছর ধরে গাজার ওপর আরোপ করা ‘শ্বাসরুদ্ধকর অবরোধের’ ফল।

তিনি বলেন, ‘আমরা নীরবে মারা যাচ্ছি। আমরা উন্মুক্ত এ কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করেছি; আমরা আমাদের আওয়াজ আন্তর্জাতিক সম্প্রদায় পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেছি…আমরা সব করছি আত্মরক্ষার্থে। আমরা আমাদের অস্তিত্ব রক্ষা করছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.