Sylhet Today 24 PRINT

ইসরায়েলকে অস্ত্র সহযোগিতার বিরোধিতায় মার্কিন কর্মকর্তার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক |  ১৯ অক্টোবর, ২০২৩

ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রাণঘাতী সহায়তা দেওয়ার বিরোধিতা করে পদত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের বিষয়ে বাইডেন প্রশাসনের দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিক বিষয়ক পরিচালক জোশ পল তার পদত্যাগপত্র প্রকাশ্যে আনেন।

পদত্যাগের পর লিংকডইন অ্যাকাউন্টে পোস্ট করা চিঠিতে তিনি বলেন, আমি আশঙ্কা করছি- আমরা গত কয়েক দশক ধরে যে ভুলগুলো করেছি (ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিয়ে), এখনও তার পুনরাবৃত্তি করছি। আমি এই ভুলের অংশ হতে চাই না।

যুক্তরাষ্ট্রের জন্য বিভিন্ন দেশে অস্ত্র হস্তান্তর নিয়ে কাজ করা পল জানান, তিনি আর অস্ত্র পাঠানোর পক্ষে কাজ করতে পারবেন না। তিনি বলেন, আমি কিছু পরিবর্তন করতে পারিনি, তাই আমি পদত্যাগ করেছি।

পল আরও বলেন, মানবাধিকারের গুরুতর লঙ্ঘন যে করবে, তার নাম উল্লেখ করা আমাদের দায়িত্ব। অপরাধ যেই করুক না কেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বছরে ৩৮০ কোটি ডলারের বেশি সামরিক সহায়তা দিয়ে থাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.