Sylhet Today 24 PRINT

৫২ বছর পর ডেনমার্কের রানির সিংহাসন ছাড়ার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০২৪

ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গ্রেথে নতুন বছর শুরুর আগে হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রানি মার্গ্রেথের ঐতিহ্যবাহী নববর্ষের প্রাক্কালে দেয়া বক্তব্যের সময় টেলিভিশনের একটি লাইভ অনুষ্ঠানে রোববার এ পদত্যাগ ঘোষণা করেন। রানি হওয়ার ৫২ বছর পর আনুষ্ঠানিকভাবে তিনি ১৪ জানুয়ারি পদত্যাগ করবেন।

মার্গ্রেথে বলেন, ‘পরবর্তী প্রজন্মের কাছে দায়িত্ব ছেড়ে দেয়ার সময় এসেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখনই সঠিক সময়, তাই আমার ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডরিকের কাছে সিংহাসন ছেড়ে দেব।’

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ৮৩ বছর বয়সী বিশ্বের একমাত্র রাজত্বকারী রানি মার্গ্রেথে। তিনি ১৯৭২ সালে তার পিতা রাজা ফ্রেডেরিকের মৃত্যুর পর সিংহাসন গ্রহণ করেছিলেন।

২০২৩ সালের প্রথম দিকে তার পিঠে একটি অস্ত্রোপচার হয়। যা স্বাভাবিকভাবেই ভবিষ্যতের বিষয়ে চিন্তার জন্ম দিয়েছে বলে জানান মার্গ্রেথে। এরই পরিপ্রেক্ষিতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি ডেনিশ জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছেন, যারা এত বছর ধরে তাকে সমর্থন করেছে। প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন তার সেবার জন্য রানিকে ধন্যবাদ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.