Sylhet Today 24 PRINT

জাপানে একদিনে ১৫৫টি ভূমিকম্প, নিহত অন্তত ৩০

আন্তর্জাতিক ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০২৪

জাপানে গতকাল সোমবার একদিনে অন্তত ১৫৫টি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাপানের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল আঘাত হানা ১৫৫টির ভূমিকম্পের মধ্যে ১টির মাত্রা ছিল ৭ দশমিক ৬। দেশটির মধ্যাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। আরেকটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিকের বেশি।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ভূমিকম্পের কারণে বহু হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে। আটকে পড়াদের উদ্ধারে অন্তত এক হাজার উদ্ধারকর্মী কাজ করছেন। দেশটির সেনাবাহিনী আশ্রয়হীনদের খাবার, পানি ও কম্বল বিতরণ করছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে জাপানে ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে পড়েছেন। সেইসঙ্গে ভেঙে পড়েছে বহু ভবন। জাপানের ইশিকাওয়া অঞ্চলের ওয়াজিমা শহরের ফায়ার সার্ভিস বলেছে, তারা ভূমিকম্পে অন্তত ৩০টি ভবন ধসে পড়ার খবর পেয়েছে।

দেশটির পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের কারণে অন্তত ৪৫ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সেইসঙ্গে অনেক শহরে পানি নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.