Sylhet Today 24 PRINT

গ্যাব্রিয়েল অতাল ফ্রান্সের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১১ জানুয়ারী, ২০২৪

গ্যাব্রিয়েল অতাল

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন গ্যাব্রিয়েল অতাল। তিনি সদ্য পদত্যাগ করা এলিজাবেথ বর্নের স্থলাভিষিক্ত হলেন।

গ্যাব্রিয়েল দেশটির প্রথম সমকামী প্রধানমন্ত্রী হওয়ার নজির গড়লেন। শুধু তাই নয় ৩৪ বছরের গ্যাব্রিয়েল ফ্রান্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী।

সোমবার (৮ জানুয়ারি) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ গ্যাব্রিয়েলকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন।

সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এলিজাবেথ। ফ্রান্সের সংবাদমাধ্যম জানায়, প্রেসিডেন্ট মাখোঁর নির্দেশে তিনি পদত্যাগ করেছেন। চলতি বছরের মাঝামাঝি ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে মন্ত্রিসভায় রদবদল করতে পারেন মাখোঁ। সেই কারণেই ৬২ বছরের এলিজাবেথের স্থানে নবীন নেতা গ্যাব্রিয়েলের অভিষেক বলে মনে করা হচ্ছে।

মাখোঁর ঘনিষ্ঠ হিসেবে সর্বমহলে পরিচিত গ্যাব্রিয়েল। প্রেসিডেন্ট মাখোঁর দল রেনেসাঁ পার্টির নেতা সিলভারলাইন মিলার্ড সোমবার গ্যাব্রিয়েলকে শুভেচ্ছা জানিয়ে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, ‘আমরা নিশ্চিত, আপনি দেশ পরিচালনায় সক্ষম।’

২০২২ সালের মে মাসে প্রধানমন্ত্রী হিসেবে এলিজাবেথকে নিযুক্ত করেন মাখোঁ। সে সময় গ্যাব্রিয়েল পেয়েছিলেন শিক্ষামন্ত্রীর দায়িত্ব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.