Sylhet Today 24 PRINT

পাকিস্তানে খুলল ইউটিউব

আন্তর্জাতিক ডেস্ক |  ১৯ জানুয়ারী, ২০১৬

তিন বছরের বেশি সময় বন্ধ থাকার পর জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব উন্মুক্ত করে দিয়েছে পাকিস্তান।

দেশটির টেলিকমিউনিকেশন অথরিটির (পিটিএ) নির্দেশনার পর সাইটটি উন্মুক্ত করে দেওয়া হয়।

২০১২ সালের সেপ্টেম্বরে আমেরিকায় নির্মিত ‘বিতর্কিত’ চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’ ইউটিউবে আপলোড হওয়ার পরই পাকিস্তানের সুপ্রিম কোর্ট সাইটটির ওপর নিষেধাজ্ঞা জারি করে।

নাম প্রকাশে অনিচ্ছুক পিটিএ’র এক কর্মকর্তা বলেন, পাকিস্তানের জন্য ইউটিউবের আলাদ ভার্সন শুরু হয়েছে। তাই ইন্টারনেট সেবাদানকারী সবাইকে (আইএসপি) সাইটটি খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, অনেকেই ধারণা করছেন, পাকিস্তানের জন্য আলাদভাবে তৈরি এ ভার্সনে কর্তৃপক্ষ কনটেন্ট ফিল্টার করতে পারবে। অর্থাৎ এর ওপর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ থাকবে।

অন্যদিকে, গুগলের মালিকানাধীন সাইটটি উন্মুক্ত করে দিতে সরকারের সঙ্গে কী আলোচনা হয়েছে তা প্রকাশের দাবি জানিয়েছে অ্যাক্টিভিস্ট গ্রুপ। 

ইউটিউব খুলে দেওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে দেশটির তরুণ প্রজন্ম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.