Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এক্সে যা বললেন জেলেনস্কি

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

ছবি : সংগৃহীত

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কনফারেন্স ভেন্যু হোটেল বায়েরিশার হফে এ বৈঠক হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের সমর্থনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনস্কি।

বৈঠক শেষে এক এক্স (সাবেক টুইটার) বার্তায় তিনি অর্থনীতিসহ বিভিন্ন খাতে এক সঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন।

জেলনস্কি সামাজিকমাধ্যম এক্সে লেখেন, ‘ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশের সমর্থনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা জানিয়েছি। ইউক্রেনের শান্তি ফর্মুলার (শান্তিনির্ভর) পাশাপাশি বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছি। গ্লোবাল পিস সামিটের উদ্বোধন এবং ফর্মুলা বাস্তবায়নে আমি বাংলাদেশেকে আহ্বান জানাই।’

দুই নেতার ওই বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বলেন আমরা সব ধরনের যুদ্ধের বিরুদ্ধে। আজ, জেলেনস্কির সঙ্গে আলোচনার সময় কীভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা যায়, সে বিষয়েও তিনি বারবার আলোচনা করেছেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.