Sylhet Today 24 PRINT

পাকিস্তানের এক বিশ্ববিদ্যালয়ে নির্বিচারে গুলি, নিহত ১৫

ইন্টার‍ন্যাশনাল ডেস্ক |  ২০ জানুয়ারী, ২০১৬

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি বিশ্ববিদ্যালয়ে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে বন্দুকধারীরা।
 
বুধবার সকালে দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের চারসাদ্দা শহরে অবস্থিত বাচা খান বিশ্ববিদ্যালয় হামলা এ ঘটনা ঘটে।

পাকিস্তানের গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে জানানো হয়, এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে।
 
পত্রিকাটি লিখেছে, ২০১৪ সালের ডিসেম্বরে পেশোয়ারে সেনাবাহিনী পরিচালি স্কুলে ঢুকে জঙ্গিরা যে কায়দায় ১৩২ শিক্ষার্থীসহ ১৪১ জনকে হত্যা করেছিল, বাচা খানের হামলাও হয়েছে একই কায়দায়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফজল রাহেম মারওয়াতকে উদ্ধৃত করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো লিখেছে, সেখানে এখনো গোলাগুলি চলছে।

এর আগে ২০১৪ সালের ডিসেম্বরে পেশোয়ারে সামরিক বাহিনীর একটি বিদ্যালয়ে তালেবানের হামলায় দেড় শতাধিক শিক্ষার্থীর মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.