Sylhet Today 24 PRINT

কানাডায় এক পরিবারের ছয়জনের মরদেহ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মার্চ, ২০২৪

কানাডার রাজধানী অটোয়ার একটি বাড়ি থেকে চার শিশুসহ এক পরিবারের ৬ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

কানাডিয়ান পুলিশ শ্রীলঙ্কান পরিবারের এই মৃত্যুর ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করছে। পুলিশ বলছে, নিহত ছয়জনের মধ্যে সবচেয়ে ছোটটির বয়স তিন মাসেরও কম।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় ১৯ বছর বয়সী একজন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তিনি ওই পরিবারের সঙ্গেই থাকতেন। তার নাম ফেবরিও ডি-জয়সা।

বুধবার( ৬ মার্চ) স্থানীয় সময় রাত ১০টা ৫২ মিনিটে একটি জরুরি কল পেয়ে পুলিশ বারহেভেনের ওই বাড়িতে গিয়ে ৬ জনের মৃতদেহ দেখতে পান। নিহতরা হলেন, ৩৫ বছর বয়সের দর্শনি বানবারানায়েক ও তার চার শিশুসন্তান।

শ্রীলঙ্কান পরিবারটির পরিচিত নিহত আরেকজন হলেন ৪০ বছর বয়সী আমরাকুনমুবিয়ানসেলা গে গামিনী আমারাকুন।

নিহত শিশুদের বাবাকে আহত অবস্থায় অটোয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার জীবন ঝুঁকিপূর্ণ নয় বলে জানিয়েছে পুলিশ।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই ঘটনায় শক এবং আতঙ্ক প্রকাশ করেন। একে তিনি ভয়ানক সহিংসতা বলে বর্ণনা করেছেন।

অটোয়ার মেয়র এই হত্যাকাণ্ডের ঘটনাকে শহরের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক সহিংসতার মধ্যে একটি বলে অভিহিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.